মহিলাদের জন্য রামাযান মাসে রোযা পূর্ণ ত্রিশটা রাখার জন্য ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখা জায়িয হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রতি মাসে মহিলাদের যে ঋতুস্রাব হয়, তা শরীরের জন্য অত্যন্ত উপকারী ও জরুরী। কখনো কখনো রোগ বা অন্য কোন কারণবশতঃ যে নিয়মিত ঋতুস্রাব হয় না, তাতে দেহের পক্ষে মারাত্মক ক্ষতি সাধিত হয়। তদুপরি যদি কেউ ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখে, তবে তা হবে দেখে বিপদের দিকে পা বাড়ানো। আর এটা নিন্তান্ত নির্বুদ্ধিতার পরিচায়ক। সুতরাং তা অনুচিত। এতদসত্ত্বেও যদি কোন মহিলা এরুপ ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোযা পূর্ণ করে, তাহলে তার রোযা সহীহ হবে। তবে স্বাভাবিক নিয়মের বিপরীত করার দরুন কাজটি ঠিক হবে না।
- والله اعلم باالصواب -