ঔষধ খেয়ে হায়েয বন্ধ রাখা

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের দেশে অনেক মেয়েলোক ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে দেয়। এভাবে হায়েয বন্ধ করে রোযা পালন করা বা স্বামীর সহিত মেলামেশা করা শরী‘আত মুতাবিক জায়িয আছে কি ? ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করা বৈধ কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ট্যাবলেট খেয়ে হায়েয বন্ধ করে রোযা রাখলে রোযা হয়ে যাবে। ট্যাবলেট দ্বারা হায়েয বন্ধ হলে স্বামীর সাথে মেলামেশাও করতে পারে। তবে মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এ নিয়মকে শরী‘আত পছন্দ করে না। কারণ, এর দ্বারা শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে । তাই ট্যবলেট না খাওয়াই উত্তম। বরং হায়েয চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোযা কাযা করে নিবে। মনে রাখবেন, এতে রমযানের রোযার সওয়াব কমবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১