রমজানে ওষুধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখলে রোজা রাখার হুকুম

মাসিক আল কাউসাররোজা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

মহিলারা যদি রমযান মাসে কোনো ওষুধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখে তাহলে ওই দিনগুলোতে রোযা রাখতে পারবে কি না এবং এতে রোযার কোনো ক্ষতি হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রমযান মাসে কোনো মহিলা ওষুধ সেবন করে স্রাব বন্ধ রাখলে তাকে রোযা রাখতে হবে। এ রোযাগুলো ত্রুটিযুক্ত হবে না; বরং পূর্ণ সহীহ বলেই গণ্য হবে। উল্লেখ্য, ঋতুস্রাব মহিলাদের একটি স্বাভাবিক বিষয়। তাই শরীয়ত এ অবস্থায় রোযা না রাখার হুকুম দিয়েছে এবং এর পরিবর্তে অন্য সময় রোযা রাখার নির্দেশ দিয়েছে। সুতরাং রমযানে স্রাববন্ধকারী ওষুধ ব্যবহার না করাই শ্রেয়। কারণ এতে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামিউ আহকামিন নিসা, খন্ড: , পৃষ্ঠা: ১৯৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১