বিতরের নামাযে মাসবূক হলে করণীয়

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

রমাযান মাসে বিতর নামাযের জামা‘আতে মাসবূক হলে তৃতীয় রাকা‘আতে তাকবীর বলে হাত উঠিয়ে দু‘আয়ে কুনূত পড়তে হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রমাযান মাসে বিতরের নামাযে মাসবূক হলে ইমামের সাথে হাত উঠায়ে দু‘আয়ে কুনূত পড়াই যথেষ্ট। অবশিষ্ট নামায আদায় করার সময় দ্বিতীয় বার দু‘আয়ে কুনূত পড়বে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারূল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৬৮
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১১
  • গুনিয়াতুল মুসতামলী, পৃষ্ঠা: ৪১২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১