পরিচিতি


বর্তমানে ইসলামিক বিভিন্ন সমস্যার সমাধান আমরা অনলাইনে খোঁজাখুঁজি করি, কিন্তু ইন্টারনেটে সঠিক ইসলাম খোঁজা হয়ে উঠতে পারে খড়-কুটোর ঝোপে সূচ খোঁজার ন্যায় । আর বাংলা ভাষার সার্চেতো উত্তর পাওয়া আরো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায় ।

যদিও আল কাউসার, আহলে হক মিডিয়ার মত অনেকেই কাজ করছেন, কিন্তু SEO না থাকায় গুগল থেকে সরাসরি তা পাওয়া যায় না । যে সকল জামিয়ার ওয়েবসাইট আছে তারাও সঙ্গত কারণেই যেটুকু সময় প্রয়োজন তা দিতে পারেন না ।

এই সকল সমস্যার সমাধানে আমাদের কিঞ্চিৎ প্রয়াস ফতোয়া আর্কাইভ ফতোয়া আর্কাইভ হক্কানী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি ফতোয়া সংকলন ওয়েবসাইট ।





কার্যক্রমঃ


ফতোয়া প্রকাশ -

ফতোয়া আর্কাইভের ক্রমবর্ধমান লাইব্রেরীতে পাবেন প্রয়োজনীয় সকল ফতোয়া । নামাজ, রোজা, হজ্জ থেকে শুরু করে ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সহ যেকোনো বিষয় । এই জ্ঞান ভান্ডার থেকে খুঁজে নিন আপনার সমস্যার সমাধান । অথবা সূচিপত্র ব্রাউজ করুন জ্ঞানের পিয়াসে ।

প্রশ্নের উত্তরে ফতোয়া প্রদান -

সাম্প্রতিক, ঐতিহাসিক, আগ্রহ, কৌতূহল বা আপনার যেকোনো সমস্যার শরয়ী সমাধান পেতে প্রশ্নটি লিখে সাবমিট করুন । অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম যথাযথ গবেষণার মাধ্যমে তার সঠিক উত্তর দেবেন । ফতোয়া প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আপনার নাম সহ সকল ব্যাক্তিগত তথ্য উহ্য রাখা হবে ।

ফতোয়ার উৎস -

ফতোয়া আর্কাইভে দেশের প্রখ্যাত জামিয়ার ফতোয়া বিভাগ থেকে ফতোয়া প্রদান করা হয় । ফতোয়া প্রদানের ক্ষেত্রে জামিয়া বা মুফতি সাহেব রেজিষ্ট্রেশন ফর্ম যথাযথভাবে পুরন করে রেজিষ্ট্রেশন করবেন । অতঃপর নিজেদের লাইব্রেরী থেকে অথবা ফতোয়া আর্কাইভের ইউজারদের সাবমিট করা প্রশ্নের উত্তরে ফতোয়া প্রদান করবেন । প্রকাশের ক্ষেত্রে যিনি এই ফতোয়ার লেখক বা যে জামিয়া থেকে তা পোস্ট করা হয়েছে সবার যথাযথ মর্যাদা রেখেই প্রকাশ করা হবে ।

ফতোয়া সংরক্ষণ -

বাংলাদেশের সকল ইফতা বিভাগের স্বতন্ত্র ওয়েবসাইট নেই । আর ফতোয়া আর্কাইভ সকল ফতোয়া সংরক্ষণের একটি চমৎকার উপায় । আর তা ছাড়া দিন রাত এক করে গবেষণা করা ফতোয়া কোনো একটা তালাবদ্ধ সেলফে পরে থাকার সার্থকতা কোথায় । কিন্তু ফতোয়া যদি অনলাইনে থাকে তবে তা থেকে মানুষ উপকৃত হতেই থাকবে ।


এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ কবুল করুন এবং উত্তম বদলা দান করুন । আমিন ।






ফতোয়া আর্কাইভ

কামরাঙ্গীরচর, ঢাকা


  • মুফতি আব্দুর রহমান আব্দে রাব্বি

    হেড অব ইফতা ডিপার্টমেন্ট

  • নাঈম আহমাদ

    হেড অব টেকনলোজি