শাওয়ালের ছয় রোযায় কাযা রোযার নিয়্যত

ইসলামী জিন্দেগীরোজা১৯ ফেব, ২১

প্রশ্ন

কোন মহিলার রামাযানের ৫/৬টি রোযা ছুটে গেছে, এমতাবস্থায় সে যদি শাওয়াল মাসে রোযা আদায় করে, তাহলে একত্রে ফরয রোযার কাযা এবং শাওয়াল এর নফল রোযা আদায় হবে কি-না? অথবা সে শাওয়াল মাসের নফল রোযা রাখা অবস্থায় রামাযানের ছুটে যাওয়া ফরয রোযার কাযার নিয়্যত করল এ অবস্থায় নফল এবং ফরয রোযার কাযা একত্রে আদায় হবে কি-না? প্রমাণসহ জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নে বর্ণিত উভয় সুরতেই রামাযানের কাযা রোযাই আদায় হবে। শাওয়ালের নফল রোযা আদায় হবে না। হাদীসে শাওয়ালের রোযার যে ফযীলত বর্ণনা করা হয়েছে তাও পাওয়া যাবে না । বরং তার জন্য শাওয়াল মাসের মধ্যে পৃথক আরো ছয়টি রোযা রাখতে হবে।

তবে ইচ্ছা করলে শাওয়াল মাসে শাওয়ালের রোযা আদায় করে, পরবর্তী মাসে বা অন্য সময়ে কাযা রোযাগুলো আদায় করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৯৭
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১