রামাযান মাসে সাহরীর জন্য মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা

ইসলামী জিন্দেগীরোজা২২ ফেব, ২১

প্রশ্ন

রামাযান মাসে সাহরী খাওয়া ও সাহরী রান্না করার জন্য মসজিদের মাইক দিয়ে এলাকার লোকদিগকে ডাকাডাকি করে ঘুম থেকে সজাগ করা ইসলামী শরীয়ত মতে কোন অসুবিধা আছে কি-না? জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রামাযান মাসে মসজিদের মাইক দিয়ে এলাকার লোকদিগকে সাহরী খাওয়ার জন্য প্রয়োজন পরিমাণ ডাকাডাকি করা এবং সাহরীর সময় বলে দেওয়া জায়িয আছে। কিন্তু ডাকাডাকিতে প্রয়োজনের অতিরিক্ত হামদ, নাত, গজল ও জিকির ইত্যাদি আরম্ভ করে ব্যক্তিগত ইবাদতে মগ্নদের বিঘ্ন সৃষ্টি করা, তেমনিভাবে রুগ্ন ও অসু্স্থ ব্যক্তিদের ঘুম ও আরামে বিঘ্ন সৃষ্টি করা মোটেই ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫
  • আল ফিকহুল ইসলামী, খন্ড: , পৃষ্ঠা: ১৮৩
  • খাইরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৭০
  • আহকামুল মসজিদ, পৃষ্ঠা: ৮৫
  • কাওয়ায়ীদুল ফিকাহ, পৃষ্ঠা: ১২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১