আল-খালিক। এখানে আল শব্দের অর্থ কি? মিলা নামের অর্থ কি? ছামিয়া অর্থ কি? ফজলে রাব্বী নামটি ইসলামী নাম হল নাকি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আল-খালিক শব্দের মাঝে “আল” শব্দটি নির্দিষ্ট করনার্থে ব্যবহৃত হয়েছে। “মিলা” উর্দূ শব্দ যার অর্থ হল মিলিয়ে দেও। “ছামিয়া” শব্দের অর্থঃ উন্নতমনা একজন মহিলা। “ফজলে রাব্বী” নামটি রাখতে শরয়ী দৃষ্টিকোণ থেকে কোন সমস্যা নেই।
- والله اعلم باالصواب -