হাদিসের পরিভাষায় ‘দৈয়জ’ শব্দের অর্থ

মাসিক আল কাউসারবিবিধ১৩ মার্চ, ২১

প্রশ্ন

হাদীসে যে ‘দৈয়জ’ শব্দ এসেছে এর অর্থ কী? ‘দৈয়জ’ সম্পর্কে হাদীসে কী বলা হয়েছে? বিস্তারিত জানাবেন বলে আশা করি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীস শরীফের ঐ শব্দটি হল দাইয়ূছ। এর অর্থ হল, এমন স্বামী যে স্ত্রী বা পরিবারের কোনো মহিলাকে পাপাচার, ব্যভিচার করতে বাধা দেয় না। এককথায় বলা যায়, অসতী স্ত্রী বা নারীর আত্মমর্যাদাহীন নির্বিকার স্বামী বা অভিভাবক। এ সম্পর্কিত একটি হাদীস হল, হযরত আবদুল্লাহ ইবনে ওমর e থেকে বর্ণিত, রাসূলুল্লাহ c বলেন, তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেনঃ ১. মদে অভ্যস্ত ব্যক্তি ২. পিতা-মাতার অবাধ্য সন্তান এবং ৩. দাইয়ূছ- যে তার পরিবার বা স্ত্রীর পাপাচারকে সমর্থন করে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজমাউ বিহারিল আনওয়ার, খন্ড: , পৃষ্ঠা: ২২২
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭০
  • মুসনাদে আহমদ, হাদীস নং: ৫,৩৭২
  • বুলূগুল আমানী, হাদীস নং: ৩,৫৫৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১