ভন্ডের আভিধানিক ও পারিভাষিক অর্থ

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২২ ফেব, ২১

প্রশ্ন

বর্তমান যুগে অনেক ভন্ডপীর বা ভন্ড নবীর কথা শোনা যায়, আসলে ভন্ড শব্দের অর্থ কি ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ভন্ড শব্দের আভিধানিক অর্থ হল-নষ্ট, ভানকারী, শঠ, কপট, ঠকবাজ ও প্রবঞ্চনাকারী।

পরিভাষায় ভন্ড বলা হয় তাকে যে স্বীয় হীনস্বার্থ হাসিল করার জন্য সত্যকে গোপন করে কোন অবাস্তব জিনিসকে মানুষের সামনে পেশ করে।

উপরোল্লিখিত সংজ্ঞানুযায়ী ভন্ডের পরিচয় স্পষ্ট যে, বর্তমানে অনেক লোক দুনিয়াবী হীন স্বার্থে ধর্মের নামে বিভিন্ন রূপ ধারণ করে সঠিক শরীয়ত ও মারেফতকে গোপন করে ভ্রান্ত মতবাদ মানুষের সামনে পেশ করে চলছে। তাদের খপ্পর থেকে মুসলামানদের বেঁচে থাকা জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ৪৬১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১