‘আবদুন নবী’ নাম রাখা

মাসিক আল কাউসারবিবিধ১৩ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের এলাকার জনৈক ব্যক্তি তার ছেলের নাম ‘আবদুন নবী’ রেখেছে। জানতে চাই, এই নাম রাখা বৈধ কি না? ‘নবীর বান্দা’ অর্থের কারণে ঈমান নষ্ট হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

‘আবদুন নবী’ নাম রাখা জায়েয নয়। হাদীস শরীফে এ ধরনের নাম রাখতে নিষেধ করা হয়েছে। ‘আবদ’ অর্থ বান্দা গোলাম। মানুষ আল্লাহর বান্দা, রাসূলের নয়। আল্লাহ তাআলার নামের শুরুতেই কেবল ‘আবদ’ সংযোজন করে নাম রাখা যায়। আবদুল্লাহ, আবদুর রহমান, আবদুল করীম ইত্যাদি।

আর আবদ শব্দ যেহেতু অনুগামী অর্থেও ব্যবহৃত হয় তাই এ ধরনের ব্যাখ্যার অবকাশ থাকার কারণে উক্ত নাম রাখা দ্বারা ঈমান নষ্ট হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ২৪৩
  • তুহফাতুল মওদুদ, পৃষ্ঠা: ১০০
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৯৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬২
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১