ফীরুয নামের সঠিক উচ্চারণ

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

ফীরুয একটি প্রসিদ্ধ নাম। এর সঠিক উচ্চারণ কী? অনেকে এ নামটির প্রথম অক্ষর অর্থাৎ ফা যের দিয়ে পড়েন। আবার অনেকে যবর উচ্চারণ করেন। কোনটি সঠিক এবং এর অর্থ কী? এটি সাহাবী-তাবেয়ীদের কারো নাম ছিল কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফীরুয শব্দটির প্রথম অক্ষর যবর দিয়ে ‘ফাইরুয’ বলা যায়। আবার যের দিয়ে ‘ফীরুয’ ও বলা যায়। উভয় উচ্চারণ সহীহ। এটি মূলত ফার্সী শব্দ। এর অর্থ হচ্ছে, বিজয়ী, সফল, কৃতকার্য। এটি একজন সাহাবীর নাম। তাঁর উল্লেখযোগ্য একটি কৃতিত্ব হল, তিনি নবুওয়তের মিথ্যা দাবীদার আসওয়াদ আনাসীকে হত্যা করেছিলেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৬২৮
  • আলইসাবা, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৯
  • আলইস্তিআব, খন্ড: , পৃষ্ঠা: ১,২৬৪
  • আলবিদায়া ওয়ান নিহায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩
  • ফাইরুযুল লুগাত, পৃষ্ঠা: ৯৪১
  • গিয়াসুল লুগাত, পৃষ্ঠা: ৩৮১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১