কোন মেয়েলোকের পূর্বের স্বামী মারা যাওয়ার পর যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে, তাহলে সে বেহেশতী হলে বেহেশতে কোন্ স্বামীকে পাবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি উক্ত দুই স্বামীর মধ্যে হতে একজন বেহেশতী হয়, তাহলে সেই বেহেশতী স্বামীকেই পাবে। আর যদি উভয় স্বামী বেহেশতী হয়, তাহলে উক্ত মহিলাকে এ ব্যাপারে ইখতিয়ার দেয়া হবে। অর্থাৎ, তার ইচ্ছা অনুযায়ী সে প্রথম অথবা দ্বিতীয় স্বামীর মধ্যে যাকে ইচ্ছা তাকে গ্রহণ করতে পারবে। তবে কোন হাদীসে বর্ণিত আছে যে, সে দ্বিতীয় স্বামীকেই পাবে। আর যদি দু’জনের কোন স্বামীই বেহেশতী না হয়, তাহলে এদের কাউকেই পাবে না। তখন অন্য কোন বেহেশতী পুরুষের সঙ্গে সেই মহিলার বিবাহ দেয়া হবে।
- والله اعلم باالصواب -