বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসযাকাত-ফিতরা১০ মে, ২১

প্রশ্ন

জয়নাল সাহেবের উত্তরাধীকার সূত্রে বেশ অনেক জমি পান। তারপর একে একে ব্যবসা করে আরো জমি কিনেন। কিছু জমিতে নিজে স্থাপনা নির্মান করে ভাড়া দেন, আর কিছু খালি জমি হিসাবে ভাড়া দেন। প্রতি মাসে তিনি ৭ লাখ টাকা ভাড়া পান। তার নিত্য প্রয়োজনিয় খরচ বাদে বাকি টাকা নতুন বাড়ি নির্মাণে ব্যয় করেন। তিনি দোকান ও বাড়ী ভাড়ার এডভ্যান্স বাবদ ৪০ লাখ টাকা সংগ্রহ করেন। যার কিছু স্বল্প ও দীর্ঘ মেয়াদি। আবার তিনি ব্যাংক থেকে ও দীর্ঘ মেয়াদি ৫০ লাখ টাকা ঋণ নেন। যা তার বাড়ি নির্মানে ব্যয় হয়। তার কাছে খুব কম সময়েই টাকা জমা থাকে। এবং তার উপর ১বৎসর কখনও অতিবাহিত হয় না। জয়নাল সাহেবের যাকাত দেয়ার পন্থা কি? তিনি কি পন্থায় যাকাত দিবেন। তার কত টাকা যাকাত দিতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বছরের যে কোন সময় যাকাত আবশ্যক পরিমাণ সম্পদ থাকার পর তা যদি বছরের কিছুদিন কমে যাওয়া বছরান্তে যাকাত আবশ্যক হতে বাঁধা দেয় না। সেই সাথে যাকাত আবশ্যক হওয়ার জন্য হাতে টাকা থাকাও জরুরী নয়। বরং কারো কাছে ঋণ হিসেবে প্রদান করে রাখলেও উক্ত টাকার উপর যাকাত আবশ্যক হয়ে থাকে। সেই সাথে ব্যাংকে জমানো টাকার উপরও যাকাত আবশ্যক হয়ে থাকে। সুতরাং যদিও জয়নাল সাহেবের জমির উপর আবশ্যক হয় না। হয় না জমির উপর নির্মিত কোন ভবনের উপরও। কিন্তু এসব জমিও ভাড়া বাসা থেকে তিনি যে ভাড়া পেয়ে থাকেন, তা যাকাত আবশ্যক হওয়া পরিমাণ অর্থ। সুতরাং তার উপর যাকাত আবশ্যক এতে কোন সন্দেহ নেই। সুতরাং প্রতি বছরই তার যাকাত আদায় করা উচিত।

তার যাকাত আদায় পদ্ধতি হবে এই যে, যেদিন থেকে তিনি বছর গণনা শুরু করবেন। তার এক বছরের মাথায় তিনি কত টাকার মালিক রয়েছেন তা দেখা হবে। তথা বাসা ভাড়া হিসেবে পাওয়া অর্থ এবং এ্যাডভান্স হিসেবে প্রাপ্ত অর্থ এবং ব্যাংকে জমানো অর্থ সেই সাথে স্বর্ণ ও রোপা কি পরিমাণ রয়েছে? এসবের সর্বমোট মূল্য কত? তা নির্দিষ্ট করতে হবে। তারপর প্রয়োজনীয় খরচ ও এ বছর আবশ্যকীয়ভাবে আদায় করতে হবে এমন ঋণ আলাদা করার পর যা অর্থ বাকি থাকবে তার উপর শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করে দিতে হবে। যেমন ২০১৩ সালের জানুয়ারীর এক তারিখে জয়নাল সাহেব ৭লাখ টাকা বাসা ভাড়া পেলেন। খরচ বাদে রয়ে গেল ৫ লাখ টাকা। সুতরাং জয়নাল সাহেবের উপর যাকাত আবশ্যক পরিমাণ অর্থ রয়েছে। তাই তার উপর যাকাত আবশ্যক।

এখন ২০১৪ সালে এসে তার কাছে বাড়ি ভাড়া হিসেবে পেল আবার ৭লাখ টাকা। কিন্তু বছরের মাঝে তার হাতে আরো অনেক এসেছিল, আবার অনেক কমেও গিয়েছিল। এতে করে যাকাত আবশ্যক হতে প্রতিবন্ধক হবে না। সুতরাং এখন বাসা ভাড়া হিসেবে যা পেল, সেই সাথে ব্যাংকে যা জমা আছে, সব মিলিয়ে টাকা রয়েছে, তা থেকে আবশ্যকীয় খরচ যথা বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি বাদে যত টাকা রয়েছে তা থেকে শতকরা আড়াই টাকা যাকাত দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭
  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ৮৬
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ২০৭
  • النهر الفائق, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ২১৪
  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ১৫
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৭৯
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ২০৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১০ মে, ২১