হুর মহিলা নাকি পুরুষ

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

বেহেশতে যিনি প্রবেশ করবেন তাকে খেদমতের জন্য হুর দেয়া হবে। হুর মহিলা নাকি পুরুষ? হুর যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলা বেহেশতীকে কি দেয়া হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হুর মহিলাই হবে, পুরুষ নয়। বেহেশতী মহিলাকে বেহেশতে তার স্বামীকেই দেয়া হবে। তবে যদি কোন মহিলার দুনিয়াতে কারো সঙ্গে বিবাহ না হয়ে থাকে, তাহলে তাকে পছন্দ করার অধিকার দেয়া হবে। সে যাকেই পছন্দ করবে, তার সঙ্গেই বেহেশতে তার বিবাহ হবে। যদি সে কাউকে পছন্দ না করে, তাহলে বেহেশতের মধ্যে তার জন্য একজন পুরুষ তৈরী করে আল্লাহ তা‘আলা তার সঙ্গে বিবাহ দিবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজমু’আতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১