বাম হাতে পানি পান করা

মাসিক আল কাউসারবিবিধ১৩ মার্চ, ২১

প্রশ্ন

বাম হাতে পানি পান করার হুকুম কী? যদি ডান হাতে ওজর থাকে তখন কিভাবে পান করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিনা ওজরে বাম হাতে পানি পান করা মাকরূহ। একাধিক হাদীসে রাসূলুল্লাহ c বাম হাতে পানাহার করতে নিষেধ করেছেন এবং ইরশাদ করেছেন যে, শয়তান বাম হাতে পানাহার করে। তবে ডান হাত ব্যবহারে অক্ষম হলে বাম হাতেও পানাহার করা যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • শরহে মুসলিম, ইমাম নববী, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৩
  • আততামহীদ, ইবনে আবদুল বার, খন্ড: ১১, পৃষ্ঠা: ১১১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১