আমার ফ্লাইট ২০ তারিখে। সে সময় আমি হায়েয় অবস্থায় থাকবো। এমতাবস্থায় ইহরামের নিয়্যত বেধে রওয়ানা দিলে আমি তো উমরা করতে পারবো না। এই অবস্থায় ৬ দিন পর আবার হজ্জের ইহরাম কিভাবে বাঁধবো?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনি যদি আগে মক্কা যেতে চান, তাহলে আপনি শুধু হজ্জের ইহরাম বেঁধে যাবেন। সেখানে গিয়ে মক্কা শরীফের বাড়ীতে পাক হওয়া পর্যন্ত যিকির-আযকার করতে থাকবেন। আর যদি আগে মদীনায় যান তাহলে মদীনা থেকে ফেরার পথে ইহরাম বেঁধে আসবেন।
- والله اعلم باالصواب -