ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার

মাসিক আল কাউসারহজ্জ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

ইহরাম অবস্থায় মাথা ঠান্ডা রাখার জন্য সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষেধ। তাই সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে না। বিখ্যাত তাবেয়ী আতা i বলেন, ‘ইহরাম গ্রহণকারী তার শরীরে কিংবা কাপড়ে সুগন্ধিযুক্ত তেল লাগালে তার উপর কাফফারা ওয়াজিব হবে।’

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ১৪,৮৩৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১