এহরাম অবস্থায় ভেঙে যাওয়া নখ কেটে ফেলা

মাসিক আল কাউসারহজ্জ২৭ ফেব, ২১

প্রশ্ন

আমি গত বছর হজ্বে গিয়েছিলাম। ইহরাম অবস্থায় একদিন হোঁচট খেয়ে পড়ে যাই। ফলে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নখটির বেশিরভাগ ভেঙ্গে যায়। ওটা ঝুলে থাকায় খুব কষ্ট হচ্ছিল। তাই কেটে ফেলে দিই। এতে কি আমার উপর কোনো দম বা সদকা ওয়াজিব হয়েছিল? কুরআন-হাদীসের আলোকে জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইহরাম অবস্থায় ভেঙ্গে যাওয়া নখ কেটে ফেলার অনুমতি আছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ভাঙ্গা নখটি কেটে ফেলার কারণে আপনার উপর কোনো কিছু ওয়াজিব হয়নি। এক বর্ণনায় এসেছে, আবদুল্লাহ ইবনে আববাস e বলেন, ইহরাম অবস্থায় নখ ভেঙ্গে গেলে কেটে ফেলবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৫৩
  • মুয়াত্তা মালেক, পৃষ্ঠা: ১৩৯
  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৯
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১