ইহরাম অবস্থায় পশু জবাই করা

মাসিক আল কাউসারহজ্জ১ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি হজ্বের জন্য ইহরাম বাঁধার পর বাড়িতে থাকা অবস্থায় একটি মুরগি যবাই করেছে। তার এক চাচা বলল, তুমি মুহরিম অবস্থায় মুরগি যবাই করার কারণে তোমার দম দেওয়া লাগবে। জানতে চাই, তার চাচার কথা কি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ ব্যক্তির কথা সঠিক নয়। মুহরিম ব্যক্তির জন্য হাঁস-মুরগি তথা গৃহপালিত পশু-পাখি যবাই করা নাজায়েয নয়। ইহরাম অবস্থায় বন্য পশু-পাখি শিকার করা নিষিদ্ধ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমাবসুত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৯৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪২৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯০
  • হাশিয়া তহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৭১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১