ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

ইহরাম অবস্থায় কি কি কাজ করা নিষেধ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইহরাম অবস্থায় নিম্নোক্ত কাজগুলো করা নিষেধ।

(১) শরীরের গঠনের ভিত্তিতে সেলাই করা কোন কাপড় পরিধান করতে পারবেন। তবে মহিলাদের জন্য এ হুকুম নয়।

(২) পুরুষের মাথা ও মুখ ঢাকবে না। মহিলারা মাথা ঢাকবে কিন্তু পর্দা বজায় রেখে মুখ স্পর্শ করে এমন নেকাব লাগাতে পারবে না। তবে মুখ থেকে একটু দূরে এমন নেকাব দ্বারা পর্দা রক্ষা করতে হবে।

(৩) চুল কাটতে, ছিড়তে বা পশম টেনে তুলতে পারবে না।

(৪) চুল-দাড়িতে চিরুনী বা আঙ্গুল চালাবে না, তাতে চুল দাড়ি উঠতে বা ছিড়ে যেতে পারে।

(৫) নখ কাটবে না।

(৬) সুগন্ধী সাবান, তেল, আতর ও স্নো-পাউডার ইত্যাদি প্রসাধণী ব্যবহার করবে ন।

(৭) যৌন আলাপ-আলোচনা বা আচরণ করবে না।

(৮) স্ত্রী সহবাস করবে না।

(৯) কোন প্রাণী শিকার করা নিষেধ। এমন কি মশা, মাছি উকুন ও ছারপোকাও মারা নিষেধ।

(১০) ঝগড়া-বিবাদ করা নিষেধ।

(১১) হেরেম শরীফ এলাকায় কোন প্রকার ঘাস ও লতা-পাতা ছিড়া নিষেধ। এমনকি গাছের ডাল ভাঙ্গা ও নিষেধ।

(১২) পায়ের উপরের পাতা ঢেকে যায় এমন জুতা বা সেণ্ডেল পরা নিষেধ।

(১৩) সমস্ত গুনাহের কাজ করা নিষেধ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১