স্ত্রীকে নিয়ে জামা‘আত করলে ইকামত দিতে হবে কি-না? যদি ইকামত দিতে হয় তবে স্বামী ইমাম কর্তৃক ইকামত দিলে হবে কি-না? ইকামত ছাড়া জামা’আত করলে জামা‘আত সহীহ হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীকে নিয়ে জামা‘আত করলে ইকামত দিতে হবে। এমনকি একা ফরয নামায পড়লেও পুরুষগণ ইকামত দিয়ে নামায পড়বে। যিনি ইমাম হবেন তিনি আযান ও ইকামত দিতে পারেন।
- والله اعلم باالصواب -