স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

স্ত্রীর ইন্তিকালের পর স্বামী তাকে গোসল দিতে, কাফন-দাফন দিতে পারবে কিনা? এমনিভাবে স্বামীর ইন্তিকালের পর স্ত্রী স্বামীকে গোসল ও কাফন-দাফন দিতে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্ত্রীর ইন্তিকালের পর তার গোসল দেওয়ার জন্য যদি কোন মহিলা না পাওয়া যায়, তাহলে শুধুমাত্র সে ক্ষেত্রে স্বামী স্বীয় স্ত্রীর গোসল করাতে পারে। তাছাড়া স্ত্রীকে কাফন পড়ানোর পর থেকে দাফন পর্যন্ত অন্যান্য সব কাজ স্বামী করতে পারবে। আর স্বামীর ইন্তিকালের পর স্ত্রী সর্বাবস্থায় স্বামীর গোসল সহ অন্যান্য কাজ করতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৯৯৯
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১৫
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭২৪
  • দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১