বাড়িতে জামা‘আতের সাথে তারাবীহের নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের বাড়ী থেকে দেড়শ’ গজ দূরে একটি মসজিদ রযেছে। এমতাবস্থা্য় আমরা প্রতি বৎসর কয়েক বাড়ীর লোকজন মিলে মসজিদের পরবর্তে কোন এক বাড়ীতে তারাবীহ নামায জামা‘আতের সাথে আদায় করি। এরুপ করা জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বাড়িতে তারাবীহর জামা‘আত আদায় করা সহিহ আছে। মহল্লার মসজিদে তারাবীহর জামা‘আত হলেও বাসায় জামা‘আত করাতে কোন অসুবিধা নেই। তবে এর জন্য শর্ত হচ্ছে -মসজিদেও যেন তারাবির ভিন্ন একটি জামা‘আত হয়। অথাৎ এমন যেন না হয় যে , বাড়িতে জামা‘আতের কারনে মসজিদের জামা‘আত বন্ধ না হয়ে যায়। তবে উল্লেখ্য যে বাড়িতে তারাবীহর নামায আদায় করার পূর্বে ইশার নামাযের জামা‘আত মসজিদেই আদায় করা উচিত। ফরয নামায আদায় করার পরিবর্তে মসজিদে জামাআতের সাথে আদায় করলে সাতাস গুন বেশী সাওয়াব এবং তা জামে মসজিদে আদায় করায় পাচঁশত গুন সাওয়াব হয়। সুতরাং রমাযান মাসে অধিক সাওয়াব থেকে বঞ্চিত হওয়া উচিত নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৭২
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫২০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১