নামাযের মাঝখানে ইমামের উযু ভঙ্গ হলে

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

জামা‘আতে নামাযের সময় ইমাম সাহেবের উযু ভঙ্গ হলে ইমাম সাহেবের করণীয় কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জামা‘আতে নামায পড়ার সময় ইমাম সাহেবের উযু ভেঙ্গে গেলে ইমাম সাহেবের করণীয় হল, প্রথমে তিনি মুক্তদীদের মধ্যে যিনি ইমামতী করার উপযুক্ত তাকে প্রতিনিধি বানিয়ে দিয়ে উযু করতে যাবেন। ইমামের প্রতিনিধি মুক্তাদীদেরকে নিয়ে বাকী নামায সমাপ্ত করবেন। এদিকে ইমাম সাহেব উযু করে এসে জামা‘আত পেলে নামাযের যে অংশে বায়ু বের হয়ে উযু ভেঙ্গে গিয়েছিল, তা সহ যে সকল রাকা’আত জামা‘আতের সাথে পাননি সে রাকা‘আতগুলো কিরা’আত ব্যতীত পড়ে নিবেন। অতঃপর জামা‘আতের সাথে শরীক হবেন। আর ইতোমধ্যে জামা‘আত শেষ হয়ে গেলে একা একা কিরা‘আত ব্যতীত বাকী নামায পড়ে নিবেন। ইচ্ছা করলে উযু করে এসে নতুন ভাবেও নামায পড়তে পারবেন।

যদি মুসল্লীদের মাঝে ইমাম হওয়ার উপযুক্ত কেউ না থাকে, তাহলে উত্তম হল, ইমাম সাহেব সালামের মাধ্যমে নামায ভেঙ্গে দিয়ে উযু করে নতুনভাবে জামা‘আতের সাথে নামায পড়াবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৬০৬
  • খাইরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৭
  • তাতার খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৮৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১