জামা‘আতের সাথে নফল পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

শবে-কদরের নামায জামা‘আতের সাথে পড়া জায়িয হবে কি-না? তারাবীহের নামায জামা‘আতে পড়ার পর বিতির নামায রেখে নফল নামায একা একা বা জামা‘আতের সাথে পড়া জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীস শরীফে যে তিন ধরনের নফল নামায জামা‘আতের সাথে পড়ার বর্ণনা এসেছে, অর্থাৎ কুসূফ, ইসতিসক্বা ও তারাবীহ্ এ তিন ধরনের নফল নামায ব্যতীত অন্য কোন নফল নামায তিনের অধিক ব্যক্তি মিলে জামা‘আতের সাথে পড়া মাকরূহে তাহরীমী। চাই তারা এমনিতেই জামা‘আতে শরীক হোক, বা তাদেরকে ডেকে শরীক করা হোক। যেহেতু শবে-কদরের নামায উল্লেখিত তিন ধরনের নফলের অন্তর্ভুক্ত নয়, তাই শবে-কদরের নফল নামাযও জামা‘আতের সাথে পড়া মাকরূহে তাহরীমী হবে। তেমনিভাবে তারাবীহের নামায জামা‘আতে পড়ার পর বিতরের আগে নফলের জামা‘আত করাও জায়িয নয়। তবে যদি বিতরের জামা‘আত কোন কারণে বিলম্বিত হয়, তাহলে একা নফল পড়তে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২২৪
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৭
  • ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা: ৩৫৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১