আমাদের মসজিদের ইমাম সাহেব স্বীয় স্ত্রীদের নিয়ে মসজিদ সংলগ্ন এক কুঠুরীতে বসবাস করেন। উল্লেখ্য যে, উক্ত কুঠুরীর সন্নিকটে একটি কবরস্থান আছে। জনগণ বলে থাকেন যে, মহিলাগণ কবরস্থান থেকে ৪০ গজ দূরে থাকবে। উক্ত সমস্যায় জনগণ দ্বিধা-দ্বন্দ্বে লিপ্ত। ইসলামের দৃষ্টিতে এর কি হুকুম?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
“মহিলাদের জন্য কবরস্থান থেকে ৪০ গজ দূরে থাকতে হবে”-এমন কোন কথা শরী‘আতে নেই। কাজেই কবরস্থানের পার্শ্বেই ইমামের হুজরাহ থাকলে সেখানে তিনি স্ত্রী সহকারে থাকতে পারবেন। কোন অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -