একাধিকবার বিবাহ হওয়া মহিলার স্বামী জান্নাতে কে হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক১৫ এপ্রিল, ২১

প্রশ্ন

যে মহিলার একাধিক বিবাহ হয়েছে। জান্নাতের যাওয়ার পর উক্ত মহিলার স্বামী হবে কে? কথার কথা, এক মহিলার একজনের বিবাহ হয়েছিল, সে তালাক দিয়ে দিয়েছে। তারপর আরেকজনের সাথে বিবাহ হয়েছে, তারপর দ্বিতীয় স্বামী ইন্তেকাল করেছে। তারপর আরেকজনের সাথে বিবাহ হয়েছে। তাহলে এখন জান্নাতে উক্ত মহিলা গেলে তার স্বামী কে হবে? আর যদি কোন মহিলার বিয়ে হওয়া ছাড়াই ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার স্বামী কে হবে? দয়া করে জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে মহিলার স্বামী একাধিক। জান্নাতে তার স্বামী কে হবে? এ নিয়ে মতভেদ আছে। এ ব্যাপারে দুইটি বক্তব্য পাওয়া যায় ফুক্বাহায়ে কেরাম থেকে। যথা- ১-সর্বশেষ স্বামী পাবে। ২-মহিলাকে ইচ্ছেধিকার দেয়া হবে। যাকে ইচ্ছে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। আর যে মহিলা বিবাহ ছাড়াই ইন্তেকাল করেছে, তাকে ইচ্ছেধিকার দেয়া হবে, দুনিয়ার যেসব পুরুষ বিবাহ ছাড়া ইন্তেকাল করেছে তাদের মাঝে যাকে ইচ্ছে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। আর যদি কাউকেই পছন্দ না হয়, তাহলে হুরদের মধ্য থেকে একজনকে পুরুষ হিসেবে সৃষ্টি করে তার স্বামী বানিয়ে দেয়া হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজমূআতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫
  • ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ এপ্রিল, ২১