কি কি শর্তে মহিলারা কবর যিয়ারত করতে পারবে

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

কিছুদিন আগে আমার চাচা ইন্তেকাল করেছেন। মাঝেমাঝেই আমরা তার কবর যিয়ারত করতে যাই। কয়েকদিন যাবৎ আমার চাচাতো বোন ও চাচার কয়েকজন পুত্রবধু চাচ্ছেন, তারাও চাচার কবর যিয়ারত করবেন। কিন্তু এলাকার কিছু লোকজন বলছেন যে, মহিলাদের জন্য নাকি কবর যিয়ারত করা ঠিক নয়।

তাই এখন আমরা মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, উক্ত মহিলাদের জন্য কি চাচার কবর যিয়ারত করা জায়েয হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সাধারণ অবস্থায় মহিলাদের জন্য কবর যিয়ারতে যাওয়া থেকে বিরত থাকাই উচিত। তবে কিছু শর্তসাপেক্ষে মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয। শর্তগুলো হচ্ছে-

১. কবরস্থানে গিয়ে জোরে জোরে কান্না করা, বিলাপ করা ইত্যাদি সবধরনের শরীয়তবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।

২. যাওয়া-আসা নিরাপদ হতে হবে। পথে কোনো ধরনের ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকতে হবে।

৩. পরিপূর্ণ পর্দাসহ বের হবে।

৪. নিয়মিত বা ঘন ঘন কবর যিয়ারতের জন্য যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল বাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • হাশিয়াতুত তাহতাবী আলালমারাকি, খন্ড: , পৃষ্ঠা: ৩৪০
  • ইমদাদুল ফাত্তাহ, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০