বেহেশতীগণ কি জন্য আফসোস করবেন? দুনিয়াতে বেহেশতের বাগিচা কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জান্নাতীগণ জান্নাতে গিয়ে নেক আমলের আফসোস করবে, আর ঐ মুহূর্তটার জন্য আফসোস করবে-যা আল্লাহ তা‘আলার যিকির ছাড়া কাটানো হয়েছে। (অর্থাৎ ঐ মুহূর্তটায় মহান আল্লাহর যিকির করলে, বেহেশতে আরও বড় মর্তবা পেতাম।) আর দুনিয়াতে বেহেশতের বাগিচা হলো মসজিদ আর যিকিরের মজলিস।
- والله اعلم باالصواب -