অসুস্থতার কারণে সুন্নত ছুটে গেলে করনীয়

মাসিক আল কাউসারবিবিধ২৪ ফেব, ২১

প্রশ্ন

কিছুদিন পূর্বে আমি ভীষণ অসুস্থ থাকার কারণে দুদিন পর্যন্ত ফরয-ওয়াজিব নামায ব্যতিত কোনো সুন্নত নামায আদায় করতে পারিনি। এখন আমি সুস্থ, কিন্তু সুন্নত পরিত্যাগের কারণে খুব খারাপ লাগছে। জানতে চাই, এর ক্ষতিপূরণের কোনো উপায় আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ছুটে যাওয়া সুন্নত নামাযগুলো আদায় করতে হবে না। আর অসুস্থতার সময় সুন্নত না পড়ার কারণে কোনো গুনাহ হবে না; বরং হাদীসের ভাষ্য অনুযায়ী সুস্থতার সময় যত আমল করা হত অসুস্থতার কারণে উক্ত আমল ছুটে গেলেও আল্লাহ তাআলা সুস্থতার আমলের পরিমাণ সওয়াব দান করবেন। তাই এ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ হওয়ার প্রয়োজন নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৪২০
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • উমদাতুল কারী, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৩৪৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৩৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১২
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩৯৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১