নাবালেগ সন্তান মারা গেলে জান্নাতি হবে না জাহান্নামী

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

নাবালিগ শিশু যারা শিশু অবস্থায়ই মারা যায়, তারা কি সকলেই বেহেশতে যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুসলমানদের নাবালেগ সন্তানদের বেহেশত যাওয়ার ব্যাপারে কোন মতভেদ নেই। এ ব্যাপারে সকলেই একমত যে, তারা বেহেশতে যাবে।

কিন্তু অমুসলিমদের নাবালেগ সন্তানদের ব্যাপারে মতভেদ আছে। পিতা-মাতার অনুগামী হিসেবে কেউ কেউ তাদেরকে জাহান্নামী বললেও অনেকে তাদেরকে জান্নাতী হওযার পক্ষে মতামত দিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন যে, তারা জান্নাতীদের খাদিম হবে। এ ব্যাপারে প্রত্যেকের নিকট স্ব-স্ব মতের পক্ষে দলীল-প্রমাণ আছে। কেউ মনগড়া মন্তব্য ব্যক্ত করেননি। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম-এর সর্বশেষ সিদ্ধান্ত কি, তা অনেক সময় স্পষ্ট না থাকায় পরবর্তী উলামাগণের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়ে থাকে। তবে এ ব্যাপারে নির্ভরযোগ্য মত এটাই বলা হয় যে, তাদের সকলকে জান্নাতী বা সকলকে জাহান্নামী বলে স্থির মন্তব্য না করে কেবল এতটুকু বলা যায় যে, হাশরের ময়দানে বিশেষ পরীক্ষার মাধ্যমে তাদের কিছু সংখ্যক জান্নাতী হবে, আর কিছু সংখ্যক জাহান্নামী হবে। এতটুকুর উপর বিশ্বাস রাখা আমাদের কর্তব্য। এর চেয়ে বেশী বুঝতে চেষ্টা করা বা এ ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের উপর কোন আপত্তি উত্থাপন করা ঈমানের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। হযরত ইমাম আবূ হানীফা i -কে এ সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি সাফ উত্তর দেন- "এ ব্যাপারে কোন স্থির সিদ্ধান্ত আমার জানা নেই"।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তীবী শরহে মেশকাত, খন্ড: , পৃষ্ঠা: ২৬২
  • মেরকাত, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬
  • ফাইযুল বারী শরহে বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৬
  • আশরাফুত তাওজীহ-মিশকাতুল মাসাবীহ, খন্ড: , পৃষ্ঠা: ২৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১