মহিলাদের ঋতুস্রাবের কারণে কাযা নামাযের হুকুম

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

মহিলাদের ঋতুস্রাত হওয়ার কতদিন পর নামায পড়তে হবে? এ কারণে যে নামাযগুলো কাযা হবে সেগুলো সম্পর্কে শরী‘আতের হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি ঋতুস্রাব শুরু হওয়ার পর দশম দিনে শেষ হয়, তাহলে যেই নামাযের ওয়াক্তে শেষ হল, সেই ওয়াক্ত হতেই নামায আদায় করা জরুরী। যদি নামাযের ওয়াক্ত শেষ হওয়ার এক মিনিট আগেও মাসিক বন্ধ হয়, তবুও উক্ত ওয়াক্তের নামায কাযা করা জরুরী। আর যদি দশ দিনের কম সময়ে ঋতুস্রাব বন্ধ হয়, তাহলে যদি সেই ওয়াক্তের নামাযের সময় শেষ পর্যায়ে হয় এবং ওয়াক্তের নামাযের যদি এতটুকু সময় অবশিষ্ট থাকে যে, গোসল করে তাকবীরে তাহরীমা “আল্লাহু আকবার” বলা সম্ভব, তাহলে উক্ত ওয়াক্তের নামাযও কাযা করা জরুরী। আর যদি এ পরিমাণ সময় না থাকে, তাহলে উক্ত ওয়াক্তের নামায পড়া জরুরী নয়। আর ঋতুস্রাব চলাঅবস্থায় যে নামাযগুলো ছুটে গেছে, তা মাফ হয়ে যাবে এবং সেগুলোর কাযা করার প্রয়োজন হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহে বিকায়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৪
  • হিদায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ৬৫
  • মুখতাসারুল বিকায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ১১৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১