বিতরের কাযা নামাযে দুআয়ে কুনূতের পূর্বে হাত না উঠানো

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

“বিতরের নামাযের কাযা আদায়ের সময় ৩য় রাকা‘আতে দু‘আয়ে কুনূতে পূর্বের তাকবীর- এর সময় হাত না উঠিয়ে শুধু আল্লাহু আকবার বলে পরে দু‘আয়ে কুনূত পড়ে নামায আদায় করবে।”

আপনাদের দারসুল ফিকহের এ মাসআলাটা কোন কিতাবের উদ্ধৃতি (রেফারেন্স) হতে উল্লেখ করেছেন, দয়া করে ঐ কিতাবের নাম উল্লেখ করবেন কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ মাসআলাটি ফাতাওয়া শামী- ২য় খন্ডের ৬ নং পৃষ্টায় উল্লেখ আছে। মাসআলায় লিখা আছে- “বিতর নামায কাযা করার সময় দু‘আয়ে কুনূতের পূর্বে তাকবীর বলবে, কিন্তু হাত উঠাবে না।”

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১