দু‘আয়ে কুনূত না পড়ে রুকূতে চলে যাওয়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

যদি কেউ বিতর নামাযের মধ্যে ৩য় রাকা‘আতে তাকবীর বলে দু‘আয়ে কুনূত পড়া ছাড়াই রুকূতে চলে যায় অত:পর স্মরণ হয়, তার এমতাবস্থায় কি করণীয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিতর নামাযে কেউ যদি দু‘আয়ে কুনূত পড়া ছাড়া ভুলে রুকূতে চলে যায় এবং সেই নামাযের পরে স্মরণ হয়, তাহলে সিজদায়ে সাহু করলেই নামায পূর্ণ হয়ে যাবে। রুকূ থেকে উঠে পড়বে না।

প্রকাশ থাকে যে, বিতর নামাযে তৃতীয় রাকা‘আতে রুকূর পূর্বে দু‘আ পড়া ওয়াজিব। আর প্রত্যেক ওয়াজিবেরেই একই হুকুম। যদি তা ভুলবশতঃ যথাস্থলে আদায় করা না হয় তবে, সিজদায়ে সাহু আদায় করলে নামায সহীহ হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار, খন্ড: ১০, পৃষ্ঠা:
  • আপকে মাসায়িল, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১