বিতরের কাযার ৩য় রাকা‘আতে তকবীর বলা ও হাত উঠানোর হুকুম কি?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

বিতরের কাযা আদায়ের সময় ৩য় রাকা‘আতে দু‘আয়ে কুনূতের পূর্বে তাকবীরের সময় হাত না উঠিয়ে শুধু ‘আল্লাহু আকবার’ বলে পরে দু‘আয়ে কুনূত পড়ে নামায আদায় করবে। এখন আমার প্রশ্ন হল- যদি কেউ তখন হাত উঠিয়ে তাকবীর দেয়, তবে কি নামায ফাসিদ হবে?

৩য় রাকা‘আতে যে তাকবীর দেয়া হয় সেটা কি? ওয়াজিব, সুন্নাত, না মুস্তাহাব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিতরের নামায কাযা হয়ে গেলে নিয়ম হল- তা গোপনে আদায় করে নিবে। কিন্তু যদি মানুষের সামনে কাযা হিসেবে আদায় করে, তাহলে ৩য় রাকা‘আতে তাকবীর বলার সময় মানুষের খারাপ ধারণা থেকে বাঁচার জন্য হাত উঠাবে না। কিন্তু যদি কেউ ঐ কাযা নামায আদায় করার সময় হাত উঠায় তাতে নামায ফাসিদ হবে না।

বিতর নামায আদায়ের সময় ৩য় রাকা‘আতে যে তাকবীর দেয়া হয়, তা নির্ভরযোগ্য মতানুযায়ী সুন্নাত

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা:
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১