বিতরের তৃতীয় রাকা‘আতে হাত উঠানোর হুকুম

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

বিতরের নামাযে তৃতীয় রাকা‘আতে তাকবীরে তাহরীমার ন্যায় হাত তোলা হয় কেন? বিস্তারিত জানতে ইচ্ছুক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিতরের তৃতীয় রাকা‘আতে দু‘আয়ে কুনূতের পূর্বে তাকবীরে তাহরীমার ন্যায় হাত উঠানো সুন্নাত। সহীহ হাদীসে নবী c ও একাধিক সাহাবীর আমল দ্বারা প্রমাণিত বিধায় উঠানো হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আযীযুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১