ইয়ারগান অথবা বন্দুক দিয়ে যদি বিসমিল্লাহ বলে পাখি শিকার করা হয়, তাহলে জীবিত অবস্থায় পাওয়ার পর যবেহ করা ছাড়া ঐ পাখি খাওয়া শরীয়তের দৃষ্টিতে হালাল কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইয়ারগান বা বন্দুকের গুলিতে আঘাতপ্রাপ্ত পাখি মারা গেলে খাওয়া জায়িয নেই। আর জান থাকা অবস্থায় যবেহ করা ব্যতীত খাওয়াও হালাল হবে না। সুতরাং ঐ সব পাখী ধরার পর জীবিত অবস্থায় যবেহ করা জরুরী। জীবিত বুঝা না গেলে যবেহ করে দেখবে, যদি রক্ত বের হয় বা সামান্য নড়াচড়া করে তাহলে বুঝতে হবে জীবিত আছে।
- والله اعلم باالصواب -