বিষ জাতীয় দ্রব্যের দ্বারা প্রাণী শিকার

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

বিষের টোপ মাছের ভিতরে দিয়ে সেই মাছ দ্বারা বক বা অন্য কোন প্রাণী শিকার করা যাবে কি-না? এবং যদি শিকারকৃত পাখি বিষাক্রান্ত হয়ে বেঁচে থাকাকালীন যবেহ করা হয়, তবে তা শরীয়ত অনুযায়ী বৈধ হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি বিষাক্রান্ত প্রাণীর গোশত খেলে চিকিৎসা বিজ্ঞান মতে শারীরিক ক্ষতির আশংকা না থাকে, তাহলে বিষাক্রান্ত হয়ে মারা যাওয়ার পূ্র্বেই যবেহ করে নিতে পারলে উক্ত প্রাণীর গোশত ভক্ষণ করা হালাল হবে। তবে বাহ্যিকভাবে এতটুকু বুঝা যায় যে, বিষাক্রান্ত পাখি বা অন্য কোন প্রাণীর গোশত শরীরের জন্য ক্ষতিকর হবে। সুতরাং এ ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু খাওয়া এবং সেভাবে শিকার করা উচিত নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১