বড়শিতে কেঁচো বা মাছ বিদ্ধ করে মাছ শিকার

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয২৪ মার্চ, ২১

প্রশ্ন

অনেকে বড়শিতে কেঁচো বা ছোট মাছ বিদ্ধ করে মাছ শিকার করেন। এটা জায়েয আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বড়শিতে মাছ বা কেঁচো গাঁথার আগে তা মেরে নিলে তা দ্বারা মাছ ধরা জায়েয হবে। কিন্তু জ্যান্ত মাছ বা কেঁচো বড়শিতে গেঁথে মাছ শিকার করা জায়েয নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাকমিলাতু ফাতহিল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ৫৪০
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ২৮৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৪
  • সহীহ বুখারী,, হাদীস নং: ৫,৫১৩
  • সহীহ মুসলিম, হাদীস নং: ৫,০১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১