মাছ শিকার করার জন্য যৌথভাবে জাল ক্রয় করা

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য৫ এপ্রিল, ২১

প্রশ্ন

চার ব্যক্তি সমান হারে অর্থ দিয়ে মাছ শিকার করার জন্য একটি জাল ক্রয় করেছে। তারা এভাবে চুক্তি করেছে যে, এ জাল দিয়ে বিল ও নদী থেকে মাছ শিকার করবে এবং সমানভাবে বণ্টন করে নিবে। তবে মাছ শিকার করার জন্য সকলকে থাকতে হবে না। দু’জন মিলে শিকার করলেও চার জন ভাগ করে নিবে। প্রশ্ন হল, মাছ শিকারের উক্ত চুক্তিটি সহীহ কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে চারজন একসাথে মাছ শিকার করে সমানভাবে বণ্টন করে নেওয়া জায়েয হবে। কিন্তুমাছ শিকারে কেউ অনুপস্থিত থাকলে সে মাছের ভাগ পাবে না। এক্ষেত্রে অন্যদের মতো মাছের সমান অংশ নেওয়া জায়েয হবে না। হ্যাঁ, উক্ত জালে তার যে অংশ রয়েছে সেটার ন্যায্য ভাড়া সে পাবে। অথবা ভাড়া হিসেবে ইনসাফ করে মাছও নিতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৩৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬২৪
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৭
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪০৯
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১