ছুরি দিয়ে মাছ শিকার

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয২৪ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় অনেকে ছুরি বা দা দিয়ে রাতে মাছ শিকার করে। অর্থাৎ জমির পানিতে মাছ দেখলে ছুরি দিয়ে মাছের শরীরে আঘাত করে। অনেক সময় ছুরির কোপে মাছ দ্বিখণ্ডিত হয়ে যায়। এভাবে মাছ শিকার করা এবং তা খাওয়া জায়েয আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ছুরি বা দা দিয়ে মাছ শিকার করা জায়েয এবং তা খাওয়া বৈধ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১৯
  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ২৩৭
  • আলমুগনী, খন্ড: ১৩, পৃষ্ঠা: ২৯৯
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১