প্রভিডেন্ট ফান্ডের উপর কি যাকাত আবশ্যক হয়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসযাকাত-ফিতরা১১ মে, ২১

প্রশ্ন

ক. সরকারী কর্মকর্তাদের মাসিক বেতনের একটা অংশ সরকার প্রতিমাসে কেটে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে, যা চাকুরী শেষ হলে এক সঙ্গে ফেরত দেয়। আমি জানতে চাই এই ফান্ডের টাকার উপর প্রতিবছর যাকাত ফরজ কি না?

খ. আমি আমার বন্ধুকে যদি কিছু টাকা ধার দেই, তাহলে বন্ধুর কাছে থাকা অবস্থায় সেই টাকার উপর যাকাত আসবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. প্রভিডেন্ট ফান্ডে যদি সরকারীভাবে বেতন থেকে কেটে রেখে দেয়া হয়, তা উঠিয়ে ফেলার কোন সুযোগ যদি সরকারী কর্মচারীর না থাকে, তাহলে উক্ত ফান্ডের জমা কৃত টাকার উপর যাকাত আসবে না। যেহেতু উক্ত টাকার মালিকই এখনো পর্যন্ত উক্ত চাকরিজীবি হচ্ছে না। পক্ষান্তরে যদি স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখে। অর্থাৎ ইচ্ছে করলেই উক্ত চাকরিজীবি জমাকৃত টাকা উঠিয়ে ফেলতে সক্ষম হয়, তাহলে উক্ত টাকার উপর যাকাত আসবে। নতুবা আসবে না।

খ. কাউকে টাকা ধার দিলে, যদি উক্ত ব্যক্তি তা ফিরিয়ে দেয়া নিশ্চিত হয়, কিংবা ঋণগ্রহিতা স্বীকার করে যে সে ঋণ নিয়েছে। কিংবা এ ঋণের প্রমাণ থাকে তাহলে উক্ত ঋণের উপর যাকাত আসবে। আর সাধারণতঃ ঋণগ্রহিতা টাকা ফিরিয়ে নেয়ার জন্যই ঋণ নিয়ে থাকে, তাই উক্ত টাকা পরিশোধ হওয়ার পর যাকাত দিতে হবে। যেহেতু উক্ত টাকার মালিক ঋণদাতা রয়েই যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ২০৭
  • النهر الفائق, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১