কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানা নির্মাণ

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান১৯ ফেব, ২১

প্রশ্ন

কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানার জন্য জমি ক্রয় করা জায়িয হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কাফফারার টাকাগুলো যাকাত নেয়ার উপযোগী গরীবদেরকে মালিক বানিয়ে দিয়ে দিতে হবে। কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানার জন্য জমি ক্রয় করলে যেহেতু গরীব-মিসকীনকে মালিক বানিয়ে দেয়া হয় না, তাই তা জায়িয হবে না এবং এভাবে দিলে কাফফারা আদায় হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জাওয়াহিরুল ফিকহ, খন্ড: , পৃষ্ঠা: ৩৯২
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৪
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১