নামাজ রোজার ফিদিয়ার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার

মাসিক আল কাউসারনামায২ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের লোকজন স্বেচ্ছায় চাচ্ছে যে, তার কাযা নামায ও রোযার ফিদয়া আদায় করবে। প্রশ্ন হল, ফিদয়ার এ টাকা কি মসজিদ ও মাদরাসার নির্মাণ কাজে ব্যবহার করা যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মৃত ব্যক্তি যেহেতু কাযা নামায ও রোযার ফিদয়া আদায়ের অসিয়ত করে যায়নি তাই ওয়ারিসদের পক্ষ থেকে স্বেচ্ছায় আদায়কৃত টাকা মসজিদ-মাদরাসার নির্মাণ কাজেও ব্যবহার করা যাবে। কারণ এক্ষেত্রে টাকাগুলো নফল সদকা হিসাবে গণ্য হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২২২
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৬
  • খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৩
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১