ইহরাম অবস্থায় কমলা, নাসপতি ও আপেল ইত্যাদি ফলের সুগন্ধি শুকা অথবা ফল খাওয়া কি? কোন কোন সুগন্ধিযুক্ত ফলের ঘ্রাণ লওয়া মাকরূহ।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইহরাম অবস্থায় কমলা, নাসপতি ও আপেল ইত্যাদি সুঘ্রাণ সমৃদ্ধ যে কোন ফল খাওয়াতে কোন অসুবিধা নেই। তবে স্বেচ্ছায় ফলের সুঘ্রাণ নেয়া মাকরূহ হবে। এক্ষেত্রে কোন দম ইত্যাদি ওয়াজিব হবে না।
- والله اعلم باالصواب -