আমাদের এলাকায় একটা প্রথা চালু আছে। তা হলো, কোন লোক মারা গেলে গোসল দেয়ার পর মক্কা শরীফ থেকে আনা আয়াতুল কুরসী বা অন্য কোন আয়াত লিখা কাপড় দ্বারা মুর্দাকে ঢেকে রাখা হয়। এমনটি করা শরী‘আত সম্মত কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এমন কোন কাপড় যাতে আয়াতুল কুরসী, কালিমায়ে তাইয়্যিবা কিংবা অন্য কোন আয়াত বা দু’আ লিখা থাকে তা দ্বারা মুর্দাকে ঢেকে রাখা নিষেধ। এতে কুরআন শরীফ ও আল্লাহর নামের সম্মান বিঘ্নিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে অসম্মান বা বেহুরমাতী হতেও দেখা যায়, যা জঘন্য অন্যায়। তাই এ প্রথা বর্জন করতে হবে।
- والله اعلم باالصواب -