দাফন করার সুন্নাত তরীকা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করার সুন্নাত তরীকা কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাইয়্যিতকে কবরে দাফন করার সুন্নাত তরীকা হল- কিবলার দিক থেকে মাইয়্যিতকে কবরে দাফন করার জন্য নামাবে। অতঃপর সরাসরি ডান কাতে শোয়াবে। যাতে করে সীনা ও চেহারা কিবলার দিকে থাকে। এটা সুন্নাতে মুয়াক্কাদাহ। যেমনভাবে জীবিত ব্যক্তি সুন্নাত তরীকা অনুযায়ী ঘুমায়। এর জন্য (১) কবর পশ্চিম দিকে বেশী ঢালু করে দিবে, (২) অথবা মুর্দারের পিঠের দিকে মাটির আইলের মত করে মাথার নীচেও কিছু মাটি দিবে, (৩) মাইয়্যিতের কাঁধ থেকে পা পর্যন্ত লম্বালম্বি এক বিঘত গর্ত করে তার মধ্যে ডান কাতে মুর্দাকে শোয়ায়ে দিবে। এ তিন পদ্ধতির কোন এক পদ্ধতি গ্রহণ করলে, সুন্নাত তরীকা অনুযায়ী শোয়ানো হবে। উল্লেখ্য আমাদের দেশে মুর্দাকে সাধারণত চিত করে শোয়ায়ে চেহারা ঘুড়িয়ে কিবলামুখী করতে চেষ্টা করা হয়। এটা ভুল তরীকা। এর দ্বারা সুন্নাত আদায় হয় না। কারণ- সীনা কিবলামুখী না করে শুধু মুখ কিবলামুখী করায় কোন ফায়দা নেই। যেমন- কেউ নামাযের মধ্যে সীনা উত্তর বা দক্ষিণমূখী করে মুখ কিবলামূখী করে রাখলে তাতে নামায সহীহ হয় না। অতএব, এ ভুল প্রথার সংশোধন হওয়া দরকার।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭০
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৭৪৬
  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ৪১
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১