পাক কাপড়ের অভাবে নামাজ আদায়ের সূরত

ইসলামী জিন্দেগীপবিত্রতা২০ ফেব, ২১

প্রশ্ন

আমি একজন বাচ্চার মা, বাচ্চা একটু পর পর পেশাব-পায়খানা করে। কাপড় পাল্টিয়ে সারতে পারি না। অতিরিক্ত তেমন কোন কাপড়ও নেই, বিধায় এ মুহূর্তে নামাযের জন্য আমার করণীয় কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বাচ্চাদের পেশাবও নাপাক। নামায পড়ার সময় পাক কাপড় পরিধান করে নামায পড়তে হবে। আর এর জন্য অনেক কাপড় থাকার দরকার নেই। নামায পড়ার জন্য মাত্র একটা পাক কাপড় আলাদাভাবে হিফাজত করে রাখবেন। আর যে কাপড়ে বাচ্চা পেশাব করেছে, নামযের সময় সে কাপড়টা পরিবর্তন করে নিবেন এবং নামায আদায় করার পর পাক কাপড়টা রেখে দিয়ে যে কাপড়ে পেশাব করেছে ঐ কাপড়টার শুধু পেশাব লাগার স্থানটুকু ধুয়ে পরিধান করবেন। না ধুয়ে পরিধান করলেও কোন ক্ষতি নেই। নাপাক কাপড়ের দ্বারা শরীর নাপাক হলে বা শরীরে পেশাব লেগে থাকলে নামাযের সময় শরীরও ধুয়ে পাক করে নিবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২৯১
  • নাসবুর রায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১