নাপাক ভিজা কাপড়ে শুকনো পাক কাপড় বা হাত লেগে গেলে তার হুকুম

ইসলামী জিন্দেগীপবিত্রতা২০ ফেব, ২১

প্রশ্ন

শুকনা পাক কাপড় বা হাত পেশাবে বা নাপাক ভিজা কাপড় বা অন্য কিছুতে কি পরিমাণ বা কেমনভাবে লাগলে নাপাক হবে? শুধু স্পর্শতেই কি নাপাক হয়ে যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শুকনা পাক কাপড় বা হাত পেশাবে বা নাপাক ভিজা কাপড় বা অন্য কিছুতে যদি এ পরিমাণ লাগে যে, শুকনো বস্তু ‍নিংড়ালে তা হতে পানি ঝরে বা হাত ভিজে যায়। তাহলে পাক বস্তু নাপাক হয়ে যাবে। শুধু স্পর্শ করার দ্বারা পাক বস্তু নাপাক হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • গুনয়াতুল মুতামাল্লী, পৃষ্ঠা: ১৭১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১